সহকারী রেজিস্ট্রারের ওপর হামলা।ববি শিক্ষার্থী গ্রেফতার
সহকারী রেজিস্ট্রারের ওপর হামলার ঘটনায় দায়রে হওয়া মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে নগরীর বিবির পুকুর পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম সাইফুল ইসলাম সাইফ। তিনি অর্থনীতি ৩য় বর্ষের শিক্ষার্থী।
৫ জুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপের ওপর হামলা ও কার্যালয়ে ভাংচুর চালায় কতিপয় শিক্ষার্থী।
এ ঘটনায় পরদিন কোতয়ালী মডেল থানায় চার শিক্ষার্থীর নাম উলেখসহ অর্ধশত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ। ওই মামলায় সাইফুলকে গ্রেফতার করা হয়েছে।
স: ইএইচ