শাবিতে স্পোর্টস সাস্টের ইফতার মাহফিল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা বিষয়ক একমাত্র সংগঠন ও শাবিপ্রবির বৃহত্তম সংগঠন স্পোর্টস সাস্টের ইফতার মাহফিল হয়ে গেলো আজ । শাবিপ্রবির মিনি অডিটরিয়ামে আয়োজিত এই বিশাল ইফতার মাহফিলে অংশ নেন স্পোর্টস সাস্টের বর্তমান ও সাবেক সদস্যসহ শাবিপ্রবির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী । পুরো অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন সিইপি ৩/১ এর শোভন মাহমুদ পায়েল ।
স্পোর্টস সাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নওশাদ ইবন নবী জিসান বলেন, প্রতি বছরের মতো এবারো স্পোর্টস সাস্ট ইফতার মাহফিল আয়োজন করেছে, তবে গতবারের চেয়ে এবারের উপস্থিতিটা অনেক বেশি হওয়ায় মিনি অডিটরিয়ামে জায়গা দিতে কিছুটা সমস্যা হয়েছে তবে সংগঠনের সদস্যদেও আন্তরিক চেষ্টায় স্থান সংকুলান না হলেও তেমন কোন সমস্যা হয় নি । এই বিশাল জনবল নিয়ে স্পোর্টস সাস্ট এগিয়ে যাবে এবং ভবিষ্যতে আরো সুন্দর ও প্রানবন্ত অনুষ্ঠান উপহার দিবে বলে আশা প্রকাশ করেন ।