অবশেষে মুক্ত বেরোবির ভিসি। অবরোধ প্রত্যাহার

দুই দিনের অবরুদ্ধ অবস্থা থেকে অবশেষে মুক্ত হয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. একেএম নুর-উন-নবী। শুক্রবার রাত ৯টা ৫০মিনিটে তিনি মুক্ত হন। তিনি এখন বাসভবনে অবস্থান করছেন।VC_122422455এর আগে ১৫দিনের আল্টিমেটামের ভিত্তিতে চলমান অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভিসির সঙ্গে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ সময় ধরে আলোচনা হয়। আলোচনা ফলপ্রসূ হলে শক্রবার রাত ৯টা ১০ মিনিটে তারা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেন। এরপর ৯টা ৫০ মিনিটে ভিসি অবরুদ্ধ দশা থেকে মুক্ত হন।

Post MIddle
উল্লেখ্য, চাকরি স্থায়ীকরণ ও বেতন চালুর দাবিতে চলমান আন্বেদেলনের কারণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. একেএম নুর-উন-নবী দ্বিতীয় দিনের মতো শুক্রবার রাত পর্যন্ত অবরুদ্ধ ছিলেন। পরে দাবি মেনে নেয়ার জন্য ১৫দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রতাহার করে নেয়া হয়।#
স:আরএইচ
পছন্দের আরো পোস্ট