অবশেষে মুক্ত বেরোবির ভিসি। অবরোধ প্রত্যাহার
দুই দিনের অবরুদ্ধ অবস্থা থেকে অবশেষে মুক্ত হয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. একেএম নুর-উন-নবী। শুক্রবার রাত ৯টা ৫০মিনিটে তিনি মুক্ত হন। তিনি এখন বাসভবনে অবস্থান করছেন।এর আগে ১৫দিনের আল্টিমেটামের ভিত্তিতে চলমান অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ভিসির সঙ্গে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ সময় ধরে আলোচনা হয়। আলোচনা ফলপ্রসূ হলে শক্রবার রাত ৯টা ১০ মিনিটে তারা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেন। এরপর ৯টা ৫০ মিনিটে ভিসি অবরুদ্ধ দশা থেকে মুক্ত হন।
