বাউবি’র পরীক্ষায় ১৬ পরীক্ষার্থী বহিস্কার
পরীক্ষায় অসুদুপায় অবলম্বনের দায়ে বাউবি’র নীলফামারীর সৈয়দপুর কলেজ স্টাডি কেন্দ্র থেকে ১৬ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ওইসব শিক্ষার্থীদের বহিস্কার করেন।
শুক্রবার সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস প্রোগ্রামের ইংরেজি বিষয়ে (বিইএন-১৩০১) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলার সৈয়দপুর কলেজ স্টাডি কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে আকষ্মিক পরিদর্শনে যান সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম।
এসময় তিনি ১৬ পরীক্ষার্থীকে অসুদুপায় অবলম্বন করায় তাদেরকে বহিস্কার করেন।
স্টাডি কেন্দ্রের সমন্বয়কারী নার্জিজ বানু ১৬ পরীক্ষার্থীকে বহিস্কারের কথা স্বীকার করেন।
তবে বিকাল ৩টার দিকে বাউবি’র উপ-আঞ্চলিক কেন্দ্রের সৈয়দপুর সহকারী আঞ্চলিক পরিচালক তপন কুমার মোহন্ত বহিস্কারের কথা জানেন না এবং পরীক্ষা সংক্রান্ত কাজে দিনাজপুরে অবস্থান করছেন বলে জানান।
জেলার ওই কেন্দ্রে ২৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
স: ইএইচ