বরিশাল সিটি কলেজের উপধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধ মামলা
সরকারি টাকা আত্মসাত করার অভিযোগে বরিশাল সিটি কলেজের উপধ্যক্ষ রবিন্দ্রনাথ অধিকারীসহ তিন জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ শাহানআরা বেগম বরিশালের সিনিয়র বিভাগীয় স্পেশাল জজ আদালতে বৃহস্পতিবার এই মামলা করেন।
মামলাটির বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার জন্য জেলা দুর্নিতি দমন কমিশনে (দুদক) প্রেরনের নির্দেশ দেন আদালতের বিচারক।
মামলার বিবাদীরা অপর হলো, কলেজের অফিস সহকারী এসএম সাইয়েদুর রহমান ও আউয়াল হোসেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০৭ সাল থেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন রবিন্দ্রনাথ অধিকারী।
কলেজের তৎকালিন সহকারী অধ্যাপক রবিন্দ্রনাথ অধিকারী আবেদনের মাধ্যেমে উপাধ্যাক্ষ পদে নিয়োগ পান।
২০১০ সালের ৯ সেপ্টেম্বর সহাকারী অধ্যাপকের পদ থেকে পদত্যাগ করে উপাধ্যাক্ষ হিসেবে একই দিন যোগদান করেন।
উপাধাক্ষ পদে যোগদানের পর তাকে ভারপ্রাপ্ত অধ্যাক্ষ হিসেবে দায়িত্ব দেয়া হয়।
ভারপ্রাপ্ত হিসেবে অধ্যাক্ষের দায়িত্ব পালন করলেও এবং সহযোগী অধ্যাপকের পদ থেকে পদত্যাগ করলেও মামলার অন্যন্য আসামীদের যোগসাজোসে সহকারী অধ্যাপক পদের সরকারি বেতন ভাতা উত্তোলন করে ৩লাখ ১১হাজার ৯৭৮টাকা আত্মসাত করেন।
এছাড়া এমএলএস আউয়াল হোসেনকে সরকারি বেতন ভাতার ৮০হাজার ১৩৫টাকা উত্তোলন করে আত্মসাত করতে সাহায্যে করেন।
যা ২০১৩সালের ২০জানুয়ারী জেলা সমবায় কার্যালয়ের নিরিক্ষা কমিটির দাখিলকৃত প্রতিবেদনে উঠে আসে।
কলেজের ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায়কৃত প্রায় ২৪লাখ টাকার মধ্যে মাত্র সাড়ে ৮লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে বাকী টাকা কমিটির বীনাঅনুমতিতে নিজ হাতে খরচ করে রবিন্দ্রনাথ অধিকারী।
সেখানেও তিনি ২লাখ ৭৬হাজার ৩৮টাকা আত্মসাত করে বলে উলেখ করে গত ১৩জুন প্রতিবেদন দাখিল করে কলেজের অভ্যন্তরিন অডিট কমিটি।
কলেজের স্বার্থে সরকারি অর্থ উদ্ধার এবং কলেজকে আর্থিকভাবে রক্ষা করার জন্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানআরা বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
স: ইএইচ