জাবিতে ১৫ জুলাই থেকে ঈদের ছুটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ জুলাই থেকে ৭ আগস্ট ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৯ আগস্ট থেকে সকল একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।জাবি

এদিকে, আগামী ১৩ সেপ্টেম্বর ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা শুরু হবে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ১২ দিনব্যাপী এ ভর্তি পরীক্ষা চলবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ভর্তির জন্য আবেদন করার নিয়মাবলী ও ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu) এবং দৈনিক সংবাদপত্রে পাওয়া যাবে।#

 

স: আরএইচ

পছন্দের আরো পোস্ট