কুমিল্লা শিক্ষা বোর্ড কর্মচারী সমিতির নির্বাচন সম্পন্ন
কুমিল্লা শিক্ষা বোর্ড কর্মচারী সমিতির নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে মো. আবদুল খালেক ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ মকবুল আহমেদ তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সমিতির ১০ সদস্যবিশিষ্ট কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
দুই বছরের জন্য নির্বাচিত এ কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি আবদুর রশীদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও জামশেদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন মিয়া, কোষাধ্যক্ষ আবদুর রব, দফতর ও ক্রীড়া সম্পাদক বিজন কুমার চৌধুরী এবং নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম ও জয়নাল আবেদীন।
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইন্দু ভূষণ ভৌমিকসহ অন্য কর্মকর্তারা।
স: ইএইচ