চলতি বছরই আসছে উইন্ডোজ ৯!

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট শিগগিরই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ প্রকাশ করতে যাচ্ছে।

789

 

সম্প্রতি প্রতিষ্ঠানটির এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা জেডডি নেট এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

 

প্রতিবেদন মতে, ২০১৫ সাল পর্যন্ত অপেক্ষা নয়; বরং চলতি বছরের শেষ নাগাদ আসছে মাইক্রোসফটের নতুন সংস্করণ উইন্ডোজ ৯।

 

Post MIddle

যদিও মাইক্রোসফট গত মে মাসে এক সম্মেলনে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেম [ওএস] উইন্ডোজ ৯-এর প্রাকপ্রদর্শনী সংস্করণ অবমুক্তির কথা জানায়।

 

তবে চলতি বছরের অক্টোবর নাগাদ উইন্ডোজ ৯ এর প্রিভিউ সংস্করণ পাওয়া যাবে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ‘থারসহোল্ড’ শিরোনামে নতুন সংস্করণ [উইন্ডোজ ৯] সজ্জিত হবে আকর্ষণীয় ফিচারে।

 

উইন্ডোজ ৯-এর সব থেকে আকর্ষণীয় ফিচার হতে পারে ‘মিনি স্টার্ট মেন্যু ফিচার’। যেখানে উইন্ডোজ ৭-এর আদলে ব্যবহারকারীরা কাস্টমাইজেবল আকারে স্টার্ট মেন্যু অপশন ফিরে পাবে। প্রতিষ্ঠানটির উইন্ডোজ ৮ এবং ৮.১ সংস্করণ স্পর্শকাতর পর্দার স্মার্ট ডিভাইসের জন্য বিশেষভাবে নির্মিত হওয়ায় স্টার্ট মেন্যু ফিচারটি উইন্ডোজ থেকে বাদ দেয় মাইক্রোসফট। ফলে তুলনামূলক অন্যান্য উইন্ডোজ সংস্করণের তুলনায় ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ব্যর্থ হয় উইন্ডোজ ৮।

 

 

তাই উইন্ডোজ ৯ কে বিশেষভাবে ডেস্কটপ কিংবা ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য ব্যবহার উপযোগী করে তৈরি করার কথাও জানান তিনি। কিবোর্ড এবং মাউসের পাশাপাশি উইন্ডোজ ৯-এ স্পর্শকাতর প্রযুক্তি সংযোগ করার সুবিধাও থাকছে।

 

 

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট