নিয়োগ বিধি সংশোধনের প্রতিবাদ: নায়েমে’র ডিজি অবরুদ্ধ

গোপনে নিয়োগ বিধি সংশোধনের প্রতিবাদে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘেরাও করে রাখে কর্মকর্তা-কর্মচারীরা।NAEM

 

নায়েমের কর্মকর্তা-কর্মচারীরা জানান, প্রেষণে নিয়োগ পাওয়া কর্মকর্তারা আজীবন নায়েমে বহাল থাকার ব্যবস্থা করে  নায়েমের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের উপেক্ষা করে গোপনে নিয়োগ বিধি সংশোধন করে মন্ত্রনালয়ে প্রেরণ করেন। এর প্রতিবাদে তারা এই ঘেরাও কর্মসূচী পালন করেছেন।

 

 

Post MIddle

তারা আরও জানান, শিক্ষা ক্যাডারের বিভিন্ন লোক প্রেষণে নিয়োগ নিয়ে বছরের পর বছর নায়েমে থাকার কারনে নায়েমের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীরা গত ৩০ বছর যাবৎ কোনো পদোন্নতি পাচ্ছেন না।

 

ঘেরাও কর্মসূচি শেষে নায়েমের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে নিয়োগ বিধি সংশোধনের ক্ষেত্রে নায়েমের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীরাদের সম্পৃক্ত করার দাবি জানিয়ে একটি লিখিত প্রস্তাবনা মহাপরিচালকের কাছে পেশ করা হয়।

 

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট