জাবিতে ছাত্রকে পিটিয়ে জখম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৃহস্পতিবার দুপুরে এক ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করেছে পরিসংখ্যান বিভাগের অন্য শিক্ষার্থীরা।
আহত ছাত্রের নাম আমির হামজা রিয়াদ। সে আলবেরুনী (বর্ধিত) হলের আবাসিক ছাত্র এবং পরিসংখ্যান ২য় বর্ষে অধ্যয়নরত। রিয়াদকে পরিসংখ্যান বিভাগের জুনিয়র (প্রথম বর্ষের) শিক্ষার্থীরা মারধোর করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে সমাজবিজ্ঞান অনুষদের সামনে আমির হামজার ওপর বঙ্গবন্ধু হলের ১০-১৫ জন লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
রিয়াদকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রিয়াদ এর আগে বঙ্গবন্ধু হলের পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছনিকে ডেকে নিয়ে থাপ্পড় দেয়। এটি নিয়ে আলবেরুনী হল ও বঙ্গবন্ধু হলের ৪২ ব্যাচের শিক্ষার্থীরা সমঝোতার চেষ্টা করলেও কোনো মীমাংসা হয়নি।
এই ঘটনার জের ধরে বৃহস্পতিবারের মারামারি ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন প্রক্টর তপন কুমার সাহা।
তিনি বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’
স: ইএইচ