জাতীয় নেতাদের কটূক্তি, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার
বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে নিয়ে কটূক্তির অভিযোগে বেসরকারি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার রাজিব হাসনাত শাকিল বিশ্ববিদ্যালয়ের খুলনা ক্যাম্পাসের আইন বিভাগের শিক্ষক।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই তাকে গ্রেফতার করা হয় বলে সোনাডাঙ্গা থানার ওসি মো. মারুফ আহম্মদ জানিয়েছেন।
এই শিক্ষককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
এর আগে সকালে সোনাডাঙ্গা থানার এসআই আহম্মেদ আনোয়ার বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে নিয়ে কটূক্তির অভিযোগে শাকিলকে আসামি করে একটি মামলা করেন।
চলতি বছরের জানুয়ারি মাসে ক্লাস চলাকালে শাকিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ফেরাউন’, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘নাস্তিক’ এবং রাষ্ট্রপতি আবদুল হামিদকে ‘বটতলার উকিল’ বলেন বলে মামলায় বলা হয়েছে।
“মামলা দায়েরের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাজিব হাসানাত শাকিলকে গ্রেফতার করা হয়,” বলেন ওসি মারুফ।
একই ঘটনায় বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আইনজীবী আবদুল মালেক।
এতে ওই শিক্ষক ও নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের খুলনা ক্যাম্পাসের ইনচার্জ আনোয়ারুল করিমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
অভিযোগটি মামলা আকারে না নিয়ে তা তদন্ত করে ১৬ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে ঢাকার কোতয়ালি থানাকে নির্দেশ দেন বিচারক।
স: ইএইচ