আহত শেকৃবির শিক্ষার্থী শাহীনের মৃত্যু

পাঁচ দিন লাইফ সাপোর্টে থাকার পর অবশেষে বৃহস্পতিবার বিকাল সাড়ে চার টার দিকে গ্রিন লাইফ হাসপাতালে মারা গেল রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ও নবাব সিরাজ -উদ-দৌলা হল ছাত্রলীগের  সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর আলম।

SKB
২৮ জুন রাত ৮ টায় এনা পরিবহণের হেলপারের ধাক্কায় মো. শাহিনুর আলম  মাথায় প্রচণ্ড আঘাত পান। পরদিন বিকাল ৫টায় কর্তব্যরত ডাক্তাররা তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন।
এর পর থেকে শাহিনের অবস্থা আরো খারাপ হতে শুরু করে এবং বৃহস্পতিবার বিকাল সাড়ে চার টার দিকে তিনি পাড়ি জমান না ফেরার দেশে।

মাগরিবের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজার পর তার লাশ গ্রামের বাড়ি ঠাঁকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার বাগমারা গ্রামে সমাহিত করার কথা রয়েছে।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট