উত্তরায় রিজেন্ট স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন,পরিবার হল শিক্ষার প্রথম পাঠশালা। বিদ্যালয় হল শিক্ষার দ্বিতীয় পাঠশালা। আর শিক্ষা মনের জগতটাকে খুলে দেয়।
তিনি বলেন, যে শিক্ষা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে, আমাদের সন্তানদের সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে ।
তথ্যমন্ত্রী বুধবার বিকালে উত্তরায় রিজেন্ট স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কলেজের চেয়ারম্যান মো: সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ কর্ণেল ( অব.) সফর আলী মোল্লা, সাবেক নৌ-বাহিনীর প্রধান ও ভাইচ এডমিরাল কর্ণেল (অব.) জহির উদ্দিন আহমেদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আক্তার উদ্দিন আহমেদ প্রমুখ।
হাসানুল হক ইনু বলেন, প্রত্যেক শিক্ষার্থীদের প্রকৃত নৈতিক শিক্ষার দরকার আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সুশিক্ষা দুনিয়াকে পাল্টে দিতে পারে। শিক্ষা সমাজ ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক আর পিতা মাতার সাথে তাদের তর্ক করা ঠিক নয়। এটা শিক্ষার্থীদেরকে ভালভাবে মনে রাখতে হবে।
তথ্য মন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে শিক্ষার হার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে এবং শৃংখলার মধ্য দিয়ে তারা বেরিয়ে আসবে এটাই আমাদের কাম্য।
স: ইএইচ