ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সাথে ২০১৩-১৪ অর্থবছরের সংশোধিত বাজেট ভিসির নিকট হস্তান্তর করা হয়েছে।
বুধবার এক আনুষ্ঠানিকতার মাধ্যমে ভিসি অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের নিকট ট্রেজারার প্রফেসর ড. মোঃ আফজাল হোসেন ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ আকামউদ্দীন বিশ্বাস, উপ-পরিচালক মোঃ ছিদ্দিক উল্যা, শেখ মোঃ জাকির হোসেন ও মিন্টু কুমার বিষ্ণু।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবছর বিশ্ববিদ্যালয়ের পক্ষে ২০১৪-১৫ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ৬৭ কোটি ৬০ লক্ষ ৫০ হাজার টাকার বাজেট চাহিদা দেয়া হয়। ওই চাহিদার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ৬ কোটি ২০ লক্ষ টাকাসহ সর্বমোট ৬১ কোটি ৪৫ লক্ষ টাকা বাজেট বরাদ্দ দেয়। ফলে এবছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বমোট ৫৫ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য ২০১৩-২০১৪ সালে সংশোধিত বাজেটে চাহিদা দেওয়া হয় ৬৪ কোটি ৬৫ লক্ষ টাকা। উক্ত চাহিদার পরিপ্রেক্ষিতে মঞ্জুরী কমিশন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ৬ কোটি ২০ লক্ষ টাকাসহ সর্বমোট ৫৮ কোটি ৬ লক্ষ টাকা বাজেট বরাদ্দ দেয়।#
স:আরএইচ