কারমাইকেল কলেজে ভর্তিতে কোটা বাতিলের দাবি

কোটার পরিবর্তে মেধার ভিত্তিতে রংপুর কারমাইকেল কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তির দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।মঙ্গলবার সকালে কলেজের ভাষ্কর্যের সামনে থেকে মিছিল শুরু করে অধ্যক্ষের কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতাকর্মীরা।
psf_933342549
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্টের জেলা সহসভাপতি রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কারমাইকেল কলেজের সভাপতি এম এম সৌরভ।

বক্তারা বলেন, কোটার ভিত্তিতে ভর্তি হলে যোগ্য এবং মেধাবীরা বঞ্চিত হবে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা অগণতান্ত্রিক এবং অন্যায্য। শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংসের নামান্তর।

নেতারা যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের অবিলম্বে ভর্তি করিয়ে ভর্তি সংক্রান্ত সকল জটিলতা দূর করার আহবান জানান।

কলেজে প্রথম মেধা তালিকার ভর্তি সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের প্রাক্কালে বিভিন্ন ছাত্র সংগঠন কোটার দাবি করে। এতে কলেজ প্রশাসন একাডেমিক কাউন্সিলে বৈঠক করে ভর্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। #

স: আরএইচ
পছন্দের আরো পোস্ট