রুয়েটের ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোসের্র ভর্তি পরীক্ষা আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে রুয়েট উপাচার্য রফিকুল আলম বেগ এ তথ্য জানিয়েছেন।
উপাচার্য জানান, প্রাথমিকভাবে আমরা আগামী ২৪ অক্টোবর ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। তবে এই সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটি চুড়ান্ত করবে।
তিনি আরও বলেন, আবেদনের যাবতীয় নিয়মাবলীসহ খুব দ্রুত ভর্তি পরীক্ষার সময়সূচি রুয়েটের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে করা হবে। এবার রুয়েটে ১০টি বিভাগে মোট ৭২৫ জন আসনের বিপরীতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এবারের ভর্তি পরীক্ষায় আবেদন ফরমের মূল্য এখনও নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি।###
তমাল/স:আরএইচ