রমজান উপলক্ষ্যে শাবিপ্রবির নতুন সময় সূচি
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন করে ক্লাস, দপ্তর ও বাসের সময় সূচি প্রকাশ করা হয়েছে ।
শাবিপ্রবি রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। রমজান উপলক্ষে ক্লাস ও অফিসের নতুন পরিবর্তিত সময় রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা করা হয়েছে। এর মাঝে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাযের বিরতি থাকবে। এসময় কোন ক্লাস বা প্রশাসনিক কাজ হবেনা । এছাড়াও শিক্ষক-কর্মকর্তাদের মিনিবাস ও শিক্ষার্থী-কর্মচারীদের বাসের সময়সূচিও পরিবর্তিত হয়েছে ।

নতুন এই সময় সূচি শুধুমাত্র পবিত্র রমজান মাসে কার্যকর থাকবে । রমজানের পর থেকে পূর্বের সময়সূচি মোতাবেক ক্লাস-অফিস ও বাস চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সঃ সুউ ফয়সাল