জাবি সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১২-১৩ কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারন সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সমিতির কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক ইমদাদ হকের পরিচালনায় এ সভায় সভাপতি কামরান সিদ্দিকী, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ সৈকত, যুগ্ম সম্পাদক জনি আলমসহ বিভিন্ন জাতীয় দৈনিক এবং অনলাইন পত্রিকায় কর্মরত সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সদস্যরা বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণের পাঠশালা। ক্যাম্পাস সাংবাদিকতায় সাংবাদিক সমিতির ভূমিকা গুরুত্বের দাবিদার। সাংবাদিকদের নিরাপত্তা, সদস্যদের পেশাদারিত্ব অর্জনে সমিতির ভ‚মিকা এবং অর্জন নিয়ে সভায় তারা কথা বলেন।
আগামী আগস্ট মাসে সাংবাদিক সমিতির ২০১৩-১৪ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান সভাপতি কামরান সিদ্দিকী।
১৯৭২ সালে প্রতিষ্ঠিত হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে পুরাতন সাংবাদিক সমিতি।
স: ইএইচ